ভারতের রাজস্থানে দুটি ট্রাকের সংঘর্ষের ঘটনায় আগুন লেগে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৪০ জনের বেশি।
শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে রাজস্থানের জয়পুরে আজমির রোডে একটি পেট্রোল পাম্পের বাইরে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর পেট্রোল পাম্পের কাছে পার্ক করা একটি সিএনজি ট্যাঙ্কারে আগুন ধরে যায়।
স্থানীয় কর্মকর্তারা বলছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা গেছে, আগুনে পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা আরও কয়েকটি যানবাহন পুড়ে যায়। ঘটনার পর বিশাল আগুনের শিখা এবং কালো ধোঁয়ার মেঘ কয়েক কিলোমিটার দূর থেকেও দেখা যায়।
প্রাথমিকভাবে পাওয়া তথ্যানুযায়ী, যে ট্রাকটি সিএনজি ট্যাঙ্কারে ধাক্কা দিয়েছিল, সেটি রাসায়নিক পদার্থ বহন করছিল। ফলে দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে।
রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা হতাহতদের দেখতে হাসপাতালে গিয়েছেন। তিনি প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন। সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/একেএ