বাশার আল আসাদকে হটিয়ে সিরিয়ার নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)। গোষ্ঠীটিকে এখনো যুক্তরাষ্ট্র রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসী হিসেবেই বিবেচনা করে। মার্কিন টেররিস্ট তালিকায়ও আছে সংগঠনটির নাম। তবে পরিবর্তিত পরিস্থিতিতে এবার সেই এইচটিএস’র সাথে আলোচনা করতেই সিরিয়ায় গেছে শীর্য পর্যায়ের একটি মার্কিন প্রতিনিধি দল।
যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা সিরিয়ার নতুন শাসকদের সঙ্গে প্রথম সরাসরি এবং আনুষ্ঠানিক বৈঠক করবেন। শুক্রবার দামেস্কে পৌঁছেছেন তারা।
এই সফরের সময়, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের শীর্ষ কর্মকর্তা বারবারা লিফ, প্রেসিডেন্টের হোস্টেজ বিষয়ক বিশেষ প্রতিনিধি রজার কারস্টেনস এবং সিনিয়র উপদেষ্টা ড্যানিয়েল রুবিনস্টাইন দামেস্কে উপস্থিত হয়েছেন। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলি, যার মধ্যে এইচটিএস প্রধান।
২০২৪ সালের ৮ ডিসেম্বর দামেস্ক দখল করে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাত করার পর এটি ছিল প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের দামেস্ক সফর। এই সফরের মূল উদ্দেশ্য হলো সিরিয়ার রাজনৈতিক উত্তরণ প্রক্রিয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার করা এবং সিরিয়ার জনগণের ভবিষ্যত নিয়ে আলোচনা করা।
সফরটিকে সিরিয়ার রাজনৈতিক উত্তরণের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র।
বিডি প্রতিদিন/নাজমুল