রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, তার ২৫ বছরের শাসনামলে তিনি রাশিয়াকে ধ্বংসের প্রান্ত থেকে ফিরিয়ে এনেছেন। বৃহস্পতিবার বছরের শেষ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
পুতিন জানান, সাবেক রুশ প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের সময় বিশ্ব নেতারা রাশিয়ার প্রতি সদয় ছিলেন, যতক্ষণ না তিনি পশ্চিমাদের স্বার্থের বিরুদ্ধে কথা বলেছেন। পুতিন বলেন, ‘আমি শুধু রাশিয়াকে রক্ষা করিনি, বরং আমরা ধ্বংসের কিনারা থেকে ফিরে এসেছি। যা ঘটছিল, তা আমাদের সার্বভৌমত্ব হারানোর দিকে ঠেলে দিচ্ছিল। আর সার্বভৌমত্ব ছাড়া রাশিয়া কখনো স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারবে না।’
পশ্চিমাদের সমালোচনা
পুতিন বলেন, পশ্চিমা নেতারা বরিস ইয়েলৎসিনকে পিঠ চাপড়ে সমর্থন দিয়েছিলেন। কিন্তু যখন তিনি যুগোস্লাভিয়ার পক্ষে কথা বললেন এবং বেলগ্রেডে হামলার বিরুদ্ধে মত প্রকাশ করলেন, তখন তারা তার বিরোধিতা শুরু করেন।
তিনি আরও বলেন, রাশিয়াকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করাই তার লক্ষ্য। এই রাষ্ট্র নিজেদের স্বার্থ রক্ষা করতে সক্ষম।
ইউক্রেন যুদ্ধ নিয়ে মন্তব্য
সংবাদ সম্মেলনে পুতিন স্বীকার করেন, আরও আগে মস্কোর ইউক্রেন আক্রমণ করা উচিত ছিল। তিনি বলেন, ‘আমাদের যুদ্ধের জন্য আরও ভালোভাবে প্রস্তুতি নেওয়া উচিত ছিল।’
পুতিনের এ বক্তব্য বিশ্বব্যাপী আলোচনা সৃষ্টি করেছে। বক্তব্যে তিনি তার শাসনের সাফল্য ও পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে রাশিয়ার অবস্থানকে তুলে ধরার চেষ্টা করেছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল