রাশিয়ার কুরস্ক অঞ্চলে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। এতে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও ১০ জন। রাশিয়ার এই অঞ্চলের রিলস্ক শহরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন অঞ্চলটির ভারপ্রাপ্ত গভর্নর।
শনিবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাশিয়ার কুরস্ক অঞ্চলের রিলস্ক শহরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশুসহ ছয়জন নিহত হয়েছেন বলে ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার খিনস্টেইন জানিয়েছেন।
হামলায় ১৩ বছর বয়সী এক কিশোরসহ দশজন আহত হয়েছেন এবং সামান্য আঘাতের কারণে পরে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে খিনস্টেইন টেলিগ্রামে লিখেছেন।
তিনি আরও বলেছেন, “আজ যা ঘটেছে তা আমাদের সকলের জন্য একটি বিশাল ট্র্যাজেডি। আমরা নিহতদের পরিবারের সাথে একত্রে শোকাহত। সবাইকে সহায়তা করা হবে। দায়ী ব্যক্তিরা ‘উপযুক্ত জবাব’ পাবেন।”
জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া পরে নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে বলেন, “কিয়েভ সরকারের এই পদক্ষেপের” প্রতিক্রিয়া দ্রুত জানাবে মস্কো। তিনি অধিবেশনে বলেন, “আপনি ভালো করেই বুঝতে পারেন, শান্তিপূর্ণ রাশিয়ান নাগরিকদের লক্ষ্যবস্তু করে এই হামলার প্রতি আমাদের প্রতিক্রিয়া জানাতে বেশি দেরি হবে না।”
অবশ্য ইউক্রেনের কর্তৃপক্ষ এ ঘটনায় কোনও মন্তব্য করেনি।
খিনস্টেইন বলেছেন, ইউক্রেনের সুমি অঞ্চলের সীমান্ত থেকে প্রায় ১৬ মাইল (২৬ কিলোমিটার) দূরে অবস্থিত রিলস্ক শহরে স্কুল, বিনোদন কেন্দ্র এবং ব্যক্তিগত আবাসনসহ বেশ কয়েকটি ভবনে হামলা করতে যুক্তরাষ্ট্র সরবরাহকৃত হিমারস রকেট নিক্ষেপ করেছে ইউক্রেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ