আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খান শুক্রবার সিরিয়ার নতুন নেতা আহমেদ আল-শারার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা জানিয়েছে, আল-শারার এবং পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানির সঙ্গে আইসিসি প্রতিনিধিদলের বৈঠকটি অনুষ্ঠিত হয়।
গত ৮ ডিসেম্বর সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ উৎখাতের পর আল-শারার নেতৃত্বাধীন জোট হায়াত তাহরির আল-শাম ক্ষমতায় আসে। এই পরিবর্তন ১৩ বছরের যুদ্ধ এবং ৫ লাখেরও বেশি মানুষের মৃত্যুর পর ন্যায়বিচারের প্রত্যাশা জাগিয়েছে।
নতুন প্রশাসন আসাদ সরকারের সময় সংঘটিত নৃশংসতার জন্য ন্যায়বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। তারা জানিয়েছে, কারাগারে বন্দীদের ওপর নির্যাতনে জড়িত কর্মকর্তাদের ক্ষমা করা হবে না। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে, এসব অপরাধে জড়িত যারা পালিয়েছে, তাদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে।
আন্তর্জাতিক অপরাধ আদালত সিরিয়ায় যুদ্ধাপরাধ নিয়ে আগে কার্যকর ভূমিকা রাখতে পারেনি। কারণ, সিরিয়া রোম চুক্তি অনুমোদন করেনি। এ ছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দীর্ঘদিন ধরে সিরিয়ার যুদ্ধাপরাধ ইস্যুতে আইসিসিতে রেফার করার প্রস্তাব চীন ও রাশিয়ার ভেটোর কারণে আটকে যায়।
২০১৪ সালে এই বিষয়ে আইসিসিতে রেফার করার প্রস্তাব চীন ও রাশিয়া ব্লক করেছিল। তবে নতুন সরকারের ক্ষমতা গ্রহণের পর আইসিসি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে সিরিয়ার নৃশংসতার বিচারের বিষয়ে আলোচনা নতুন মাত্রা পেয়েছে।
এই বৈঠক সিরিয়ার ভবিষ্যৎ ন্যায়বিচার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশগ্রহণ নিয়ে নতুন সম্ভাবনা উন্মোচন করেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল