ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন। তিনি ওয়াশিংটনকে আলোচনায় অবাস্তব দাবি না করতে বলেছেন। ওয়াশিংটনের সাথে চুক্তি হোক বা না হোক তেহরান তার সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাবে বলেও ঘোষণা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঞ্চলিক দূত স্টিভ উইটকফের পূর্বের দাবির জবাবে রবিবার আরাঘচি এই মন্তব্য করেন। ট্রাম্পের দূত বলেছিলেন, ওয়াশিংটন ইরানকে ১ শতাংশ সমৃদ্ধকরণ ক্ষমতাও রাখতে দেবে না।
ইরানের শীর্ষ আলোচক সাংবাদিকদের বলেন, এই ধরনের বক্তব্য আলোচনার বাস্তবতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন।
আরাঘচি বলেন, যদি তারা পারমাণবিক অস্ত্র তৈরি করা হচ্ছে না এ বিষয়ে নিশ্চয়তা চায়, তাহলে আমরা সহযোগিতা করতে প্রস্তুত। তবে, যদি তারা অবাস্তব দাবি করে, তাহলে স্বাভাবিকভাবেই তা পূরণ হবে না।
তিনি আরও বলেন, আমেরিকানরা যদি চাইলে ইরান দেখাতে প্রস্তুত যে তারা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না।
তবে আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র যদি অবাস্তব দাবি করে তাহলে এটা স্বাভাবিক যে তা পূরণ হবে না।
এবিসির দিস উইক-এর সাথে এক সাক্ষাৎকারে উইটকফ বলেছেন, ইরানের সাথে পারমাণবিক আলোচনায় ট্রাম্প প্রশাসনের রেড লাইন হল যে তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার কোনও ক্ষমতা বজায় রাখতে পারবে না। তিনি বলেন, আমাদের একটি খুব স্পষ্ট রেড লাইন আছে এবং তা হল সমৃদ্ধকরণ। আমরা সমৃদ্ধকরণ ক্ষমতার ১ শতাংশও অনুমোদন করতে পারি না।
ইরান তার এই বক্তব্যের তীব্র বিরোধিতা করছে।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল