গত পাঁচ বছরে ভারতে বিদেশি পর্যটকদের আগমনের (এফটিএ) তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও যুক্তরাজ্য। পাশাপাশি অস্ট্রেলিয়া ও কানাডাও শীর্ষ পাঁচে স্থান করে নিয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকারের দেওয়া সাম্প্রতিক তথ্য থেকে এ তথ্য জানা গেছে।
সোমবার লোকসভায় বিদেশি পর্যটক আগমন (এফটিএ) সম্পর্কিত এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এই পরিসংখ্যান উপস্থাপন করেন।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ভারতে বিদেশি পর্যটকের সংখ্যা ছিল ৯৯.৫২ লাখ। কোভিড-১৯ মহামারির পর পর্যটন খাতে ভারতের উল্লেখযোগ্য পুনরুদ্ধারের ইঙ্গিত মিলছে এই সংখ্যায়।
গত পাঁচ বছরের পরিসংখ্যান বলছে—
-২০২০ সালে এফটিএ ছিল ২৭.৪৫ লাখ
-২০২১ সালে ১৫.২৭ লাখ
-২০২২ সালে ৬৪.৩৭ লাখ
-২০২৩ সালে ৯৫.২১ লাখ
-২০২৪ সালে বেড়ে দাঁড়ায় ৯৯.৫২ লাখ
অন্যদিকে আন্তর্জাতিক পর্যটক আগমন (আইটিএ) এর তথ্য অনুযায়ী—
-২০২০ সালে ছিল ৬৩.৩৭ লাখ
-২০২১ সালে ৭০.১০ লাখ
-২০২২ সালে ১৪৩.৩০ লাখ
-২০২৩ সালে ১৮৮.৯৯ লাখ
-২০২৪ সালে তা বেড়ে দাঁড়ায় ২০৫.৬৯ লাখ
কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে এফটিএ-র ভিত্তিতে শীর্ষ ১০ দেশ হলো— যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, জার্মানি, ফ্রান্স এবং সিঙ্গাপুর।
এর মধ্যে ২০২০ ও ২০২৩ সালে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পর্যটক ভারতে প্রবেশ করেছে। অন্যদিকে ২০২১, ২০২২ এবং ২০২৪ সালে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র।
জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) সংজ্ঞা অনুযায়ী, আন্তর্জাতিক পর্যটক আগমনের দুটি প্রধান উপাদান হলো বিদেশি পর্যটক আগমন এবং অনাবাসী নাগরিকদের আগমন। ভারতের সরকারি পরিসংখ্যানও সেই মানদণ্ড অনুযায়ী প্রকাশ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল