মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির হামলায় ৩০ জান্তা সেনা নিহত হয়েছে। স্থানীয় সামরিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী।
গত শনিবার রাখাইনের কিয়কফিউ উপজেলায় চীনা মেগা-প্রকল্প অবস্থতি জান্তা নিয়ন্ত্রিত চৌং টং ঘাঁটিতে এ হামলার ঘটনা ঘটে। আশঙ্কা করা হচ্ছে নিহতের সংখ্যা আরও বাড়বে।
সূত্র জানিয়েছে, আরাকান আর্মির সেনারা নিকটবর্তী মিনপিন গ্রাম থেকে মাইন বসিয়ে সরে যায়। পরে জান্তা সেনারা এলাকাটি নিরাপদ মনে করে এগিয়ে আসার পর আরাকান আর্মি হামলা চালায় ও বিস্ফোরণ ঘটায়। হামলায় ক্ষেপণাস্ত্র ও স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে আরাকান আর্মি।
আঞ্চলিক বিশ্লেষকরা বলছেন, চীনা প্রকল্প অবস্থিত এলাকাগুলো নিয়ন্ত্রণে নিতে উভয় পক্ষই চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ধরনের সংঘর্ষ রাখাইনের নিরাপত্তা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে।
মিয়ানমারের রাখাইনে সেনা জান্তা ও আরাকান আর্মি দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণ ও স্বাধীনতার দাবিতে সংঘর্ষে লিপ্ত। সাম্প্রতিক বছরগুলোতে রোহিঙ্গা সীমান্তবর্তী এই রাজ্য উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিরোধীদের ওপর দমন-পীড়ন, গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জান্তা সরকার আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচিত।
সূত্র: ইরাবতী
বিডি-প্রতিদিন/এমই