যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি রডহ্যাম ক্লিনটনের পক্ষে প্রচারণার পরিকল্পনা তৈরি করছে ডেমোক্র্যাটিক পার্টি। এরই অংশ হিসেবে হিলারির পক্ষে প্রচারণা পরিচালনার জন্য গঠিত ডেমোক্র্যাটদের কার্যনির্বাহী সংগঠন 'রেডি ফর হিলারি' গতকাল তার সঙ্গেই বৈঠকে করেছেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ২০১৬ সালে আবারও হোয়াইট হাউসে প্রবেশ করবেন কি-না এমন প্রশ্ন যখন মার্কিন মুলুকসহ বিশ্ব রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে, তখনই এই বৈঠকের খবর এলো। এর আগে ফার্স্ট লেডি হিসেবে হোয়াইট হাউসে ছিলেন বিল ক্লিনটন পত্নী হিলারি। এএফপি।