মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

স্যান্ডার্সকে কটাক্ষ হিলারির

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দল থেকে মনোনয়নপ্রত্যাশী বার্নি স্যান্ডার্সকে একচোট দেখে নিলেন একই দল থেকে অপর মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটন। গত রবিবার বিতর্কে ভারমন্টের সাবেক সিনেটর স্যান্ডার্সের পরিবর্তনশীল নীতির কটাক্ষ করেন হিলারি। এ ছাড়া স্বাস্থ্যসেবা ও অস্ত্র নিয়ন্ত্রণ আইনের বিষয়ে বার্নি স্যান্ডার্সের রাজনৈতিক মত পরিবর্তনেরও কঠোর সমালোচনা করেন হিলারি। বিতর্কে সাবেক প্রতিদ্বন্দ্বী ও বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার নীতির প্রতি নিজের সমর্থন জানান হিলারি। এ সময় হিলারি বলেন, ওয়াল স্টিট নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ওবামার ধারেকাছে দাঁড়ানোর মতো অবস্থান বার্নি স্যান্ডার্সের নেই। জানা গেছে, ওবামার স্বাস্থ্যনীতি ও অস্ত্র নিয়ন্ত্রণ আইনের প্রতি হিলারি ইতিবাচক মনোভাব পোষণ করেন। বার্নি স্যান্ডার্স এর বিপক্ষে। এমনকি চিকিত্সাসেবাকে যথাযথ মূল্যের সেবা করার পক্ষে স্যান্ডার্স। হিলারি এর সমালোচনা করে বলেন, এরই মধ্যে অনেক অর্জন করেছে ডেমোক্রেটরা। হিলারির সমালোচনার তেমন কোনো সদুত্তর দিতে পারেননি স্যান্ডার্স। তবে হিলারিকে অসত্ বলে সমালোচনা করেন তিনি। এএফপি

সর্বশেষ খবর