শিরোনাম
মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

সংক্ষেপে

‘তিন’ মার্কিনি অপহৃত

ইরাকের বাগদাদে অন্তত ‘তিনজন’ মার্কিন নাগরিক অপহূত হয়েছেন। বাগদাদের মার্কিন দূতাবাস এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। মার্কিন পররাষ্ট্র দফতরের এক কর্মকর্তা বলেন, ‘অপহৃত ব্যক্তিদের অবস্থান জানতে ও তাদের উদ্ধারে আমরা ইরাকি কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণাঙ্গ সহযোগিতার ভিত্তিতে কাজ করছি।’ বাগদাদের এক কর্মকর্তা সিএনএনকে বলেন, শুক্রবার তিনজন ঠিকাদার নিখোঁজ হয়েছেন। বিবিসি

‘গোল্ডেন বাবা’

এক দুই লাখ নয়, একেবারে তিন কোটি রুপির সোনার গয়না। গলা থেকে পা পর্যন্ত পুরোটাই সোনায় মোড়া। শুক্রবার এরকমই এক সাধুর দেখা মিলল ভারতের উত্তরাখন্ডের হরিদ্বারের অর্ধকুম্ভ মেলায়। পুরো শরীরে সোনা মুড়িয়ে এবার মেলায় অন্যতম আকর্ষণ এই ‘গোল্ডেন বাবা’। মহাপুণ্যস্নানেও অংশ নেন তিনি। সঙ্গে ছিল তার অনেক সাঙ্গ-পাঙ্গ। জানা গেছে, গোল্ডেন বাবার আসল নাম সুধীর কুমার মক্কড়। আগে তিনি কাপড়ের ব্যবসায় যুক্ত ছিলেন। —কলকাতা প্রতিনিধি

পক্ষে ক্যামেরন

যুক্তরাজ্যের মুসলিম নারীদের প্রতি বৈষম্য প্রদর্শন না করতে আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। যুক্তরাজ্যে মুসলিম নারীদের জন্য কয়েকটি প্রকল্প উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। ক্যামেরন বলেন, মুসলিম নারীদের সাহায্যার্থে ২০ মিলিয়ন পাউন্ডের এ তহবিলটি তাদের ইংরেজি শিক্ষা প্রদান করতে ব্যয় করা হবে। এতে তারা অনেক এগিয়ে যাবে। বিবিসি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর