শিরোনাম
শুক্রবার, ১ জুলাই, ২০১৬ ০০:০০ টা

মার্কিন কংগ্রেসের গ্যালারিতে বাংলাদেশি সামিয়ার চিত্রকর্ম

মার্কিন কংগ্রেসের গ্যালারিতে বাংলাদেশি সামিয়ার চিত্রকর্ম

প্রথমবারের মতো মার্কিন কংগ্রেসের গ্যালারিতে স্থান পেল কোনো বাংলাদেশি ছাত্রীর চিত্রকর্ম। প্রত্যেক কংগ্রেসম্যানের এলাকা থেকে সেরা একজন করে মোট ৪৩৫ জনের মধ্য থেকে সেরা ১০ জনের আঁকা চিত্র নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভিজিটর সেন্টারের কংগ্রেসনাল অডিটরিয়ামে। এর মধ্যে বাংলাদেশি সামিয়া ফাগুনের চিত্রটিও ছিল। জল রঙে আঁকা এ ছবিটির নাম ‘মোমেন্টস অব লাইফ’ বা জীবনের প্রতিচ্ছবি। নিউইয়র্ক কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-৬ এর কংগ্রেসওম্যান গ্রেস মেং-এর এলাকায় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জয়ী সামিয়াকে ক্যাপিটল হিলের অনুষ্ঠানে সপরিবারে আমন্ত্রণ জানানো হয়। এনআরবি নিউজ।

সর্বশেষ খবর