শনিবার, ২০ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
অ ন্য খ ব র

দার্জিলিংয়ে ধূমপান করলেই...

দার্জিলিংয়ে ধূমপান করলেই...

দার্জিলিং। বিশ্বের অন্যতম সুন্দর পর্যটন শহর। দার্জিলিংয়ের মায়াবি টানে প্রতিবছর হাজার হাজার পর্যটক সেখানে ঘুরতে যান। তবে এবার থেকে সেখানে বেড়াতে গেলে কেউ যদি ভুল করেও সিগারেট ধরায় তবে সঙ্গে সঙ্গে তাকে গুনতে হবে জরিমানা। আর তার পরিমাণ ২০০ রুপি। দার্জিলিং জেলা প্রশাসন গত ১৫ আগস্ট থেকে প্রকাশ্যে ধূমপান বন্ধ করতে উদ্যোগ শুরু করেছে। রাস্তায় বা হোটেল-রেস্তোরাঁয় সিগারেট ধরালেই জরিমানা দিতে হবে এখন থেকে। দার্জিলিং শহরের চৌরাস্তা বা ‘ম্যাল’-এ ধূমপান বেশ কয়েক বছর ধরেই বন্ধ, কিন্তু সেই নিয়ম এবার গোটা জেলাতেই প্রয়োগ করতে শুরু করেছে প্রশাসন। দার্জিলিংয়ের জেলা প্রশাসক অনুরাগ শ্রীবাস্তব জানান, ‘আইনটা তো অনেক পুরনো, ২০০৩ সালের, যেখানে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু কিছু দিন আগে রাজ্য স্বাস্থ্য দফতর সব জেলা প্রশাসনকেই চিঠি দিয়ে ওই আইনটা কঠোরভাবে প্রয়োগ করতে বলেছে। এ ছাড়া কেন্দ্রীয় সরকারও একটা ধূমপানবিরোধী জনসচেতনতা গড়ে তোলার জন্য কিছু অর্থ দিয়েছে। সেটা দিয়েই আমরা কাজ শুরু করেছি।’

সর্বশেষ খবর