রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ট্রাম্পের অর্ধেক সমর্থক জঘন্য : হিলারি

মার্কিন নির্বাচন

ট্রাম্পের অর্ধেক সমর্থক জঘন্য : হিলারি

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের ‘জঘন্য মানুষের দল’ বলে অভিহিত করেছেন ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিনটন। নিউইয়র্কে একটি নির্বাচনী ফান্ড সংগ্রহ সভায় তিনি এ কথা বলেন। সমকামীদের একটি ফান্ড সংগ্রহ সভায় হিলারি, ট্রাম্প সমর্থকদের সম্পর্কে বলেন, তারা বর্ণবাদী, যৌন বৈষম্যবাদী, অভিবাসী ও ইসলাম বিদ্বেষী। সাধারণভাবে আপনি ট্রাম্পের অর্ধেক সমর্থককে এই জঘন্য মানুষদের দলে ফেলে দিতে পারেন। বাকি অর্ধেক মনে করে অর্থনীতি ও সরকারের কারণে তারা ব্যর্থ হয়েছে এবং তারা পরিবর্তনের জন্য ব্যাকুল। তারা ট্রাম্প যা বলে তার সবকিছু বিশ্বাস করে না তবে তারা মনে করে ট্রাম্প প্রেসিডেন্ট হলে তাদের জীবনে পরিবর্তন আসবে। এই মানুষদেরও আমাদের বুঝতে হবে এবং তাদের সমব্যথী হতে হবে। হিলারির এই বক্তব্যের জবাবে ট্রাম্পের ক্যাম্পেইন ম্যানেজার টুইটারে বলেছেন, হিলারি এ মন্তব্য করে লাখো মার্কিন নাগরিককে অপমান করেছেন। এদিকে ট্রাম্পকে ঠেকাতে ২০ মিলিয়ন ডলার দিচ্ছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া যেমন দুস্কর, তেমনি ডাস্টিন মস্কোভিজের ক্ষেত্রে বিষয়টি ঠিক উল্টো। তবে এবারের ‘কর্মকাণ্ডে’ তিনি যে ‘পরিচিত পাত্র’ হতে যাচ্ছেন তা সহজেই অনুমেয়। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ঠেকাতে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে ক্যাম্পেইনের জন্য ২০ মিলিয়ন ডলার  দেওয়ার অঙ্গীকার করেছেন ফেসবুকের এ সহ-প্রতিষ্ঠাতা। বিবিসি।

সর্বশেষ খবর