বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

মেরকেলের ভুল স্বীকার

মেরকেলের ভুল স্বীকার

অবশেষে শরণার্থী ইস্যুতে নেওয়া নিজের উদারপন্থি নীতি ভুল ছিল বলে স্বীকার করেছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। বার্লিনের প্রাদেশিক নির্বাচনে নিজ দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন অব জার্মানির (সিডিইউ) ভরাডুবির পরে শরণার্থী নীতিতে নিজের ভুলের কথা স্বীকার করেছেন তিনি। নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করে সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সময়কে যদি ফেরানো যেত তাহলে আমি আরও পেছনের সময়ে ফিরে যেতাম। আমি আমার নিজেকে, দলকে, সরকারকে এবং দেশকে শরণার্থী সংকট মোকাবিলায় আরও ভালোভাবে প্রস্তুত করে তুলতে সর্বোচ্চ চেষ্টা করতাম। ইউরোপে শরণার্থী সংকট শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১০ লাখেরও বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছে জার্মানি। মেরকেলের উদারপন্থি শরণার্থী নীতির কারণে শরণার্থীরা অবাধে জার্মানিতে প্রবেশ করতে  পেরেছেন। ফলে দেশটির মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। এএফপি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর