শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

সরকারের সমালোচনায় মনমোহন

কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্তকে চূড়ান্ত অব্যবস্থা বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেতা ড. মনমোহন সিং। শুধু তাই নয়, এই সিদ্ধান্তকে সংগঠিত ও আইনসঙ্গত লুটতরাজ বলেও মন্তব্য করেছেন তিনি। কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের উদ্দেশ্য নিয়ে যৌক্তিকতা নিয়ে প্রশ্ন না তুললেও এর বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন তোলেন বিশিষ্ট এই অর্থনীতিবিদ। গতকাল রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে মনমোহন সিং বলেন, এই সিদ্ধান্তের ফলে পাহাড় সমান অব্যবস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি আশা করছি প্রধানমন্ত্রী বাস্তবের পথে হেঁটে দুর্ভোগে পড়া সাধারণ মানুষের সমস্যার সমাধান করবেন। দুপুর ১২টা নাগাদ রাজ্যসভায় বক্তব্য পেশ করতে ওঠেন সাবেক প্রধানমন্ত্রী। রাজ্যসভায় অন্যদিকের আসনে তখন বসে ছিলেন মোদিও। তাকে লক্ষ্য করে শুরুতেই নোট বাতিল ইস্যুতে সমালোচনা করেন মনমোহন সিং। কলকাতা প্রতিনিধি

সর্বশেষ খবর