ভারতের ঝাড়খণ্ডে একটি কয়লাখনি ধসে কমপক্ষে ১০ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও প্রায় ৫০ জনের মতো শ্রমিক ভিতরে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। বৃহস্পতিবার রাতে রাজ্যের গদ্দা এলাকার লালমাটিয়া ওপেন কাস্ট কয়লাখনিতে এ দুর্ঘটনা ঘটে বলে আর আর মিশ্র নামে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। ভারতের কয়লাখনির নিরাপত্তাবিষয়ক মহাপরিচালক ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। আর আর মিশ্র জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তখন সেখানে কয়েকটি উত্তোলন যন্ত্র দিয়ে কয়লা সরানোর কাজ চলছিল। ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। ভারতের কয়লা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনায় নিহত মোট ৯ শ্রমিকের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। আহত ২ শ্রমিককে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার শিকার কয়লাখনিটি ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের রাজমহল এলাকায় অবস্থিত। আর গদ্দার এলাকাটি রাজ্যের রাজধানী রানচি থেকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত। এদিকে, দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কয়লামন্ত্রী পীযূষ গয়াল ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রাঘুবার দাস। মোদি এক টুইট বার্তায় লিখেন, ‘ঝাড়খণ্ডের একটি খনিতে কয়েকটি জীবনের মৃত্যুতে আমি ব্যথিত। যারা ভিতরে আটকা পড়েছেন তাদের জন্য আমার দোয়া রইল। পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী রাঘুবার দাসের সঙ্গে কথা বলেছি।’ অন্যদিকে, নিহত শ্রমিকের প্রত্যেক পরিবারকে ২ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তাদের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও ঘোষণা দেন তিনি। আর আহতদের ২৫ হাজার রুপি করে দেওয়া হবে। পিটিআই।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে