ভারতের ঝাড়খণ্ডে একটি কয়লাখনি ধসে কমপক্ষে ১০ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও প্রায় ৫০ জনের মতো শ্রমিক ভিতরে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। বৃহস্পতিবার রাতে রাজ্যের গদ্দা এলাকার লালমাটিয়া ওপেন কাস্ট কয়লাখনিতে এ দুর্ঘটনা ঘটে বলে আর আর মিশ্র নামে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। ভারতের কয়লাখনির নিরাপত্তাবিষয়ক মহাপরিচালক ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। আর আর মিশ্র জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তখন সেখানে কয়েকটি উত্তোলন যন্ত্র দিয়ে কয়লা সরানোর কাজ চলছিল। ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। ভারতের কয়লা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনায় নিহত মোট ৯ শ্রমিকের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। আহত ২ শ্রমিককে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার শিকার কয়লাখনিটি ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের রাজমহল এলাকায় অবস্থিত। আর গদ্দার এলাকাটি রাজ্যের রাজধানী রানচি থেকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত। এদিকে, দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কয়লামন্ত্রী পীযূষ গয়াল ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রাঘুবার দাস। মোদি এক টুইট বার্তায় লিখেন, ‘ঝাড়খণ্ডের একটি খনিতে কয়েকটি জীবনের মৃত্যুতে আমি ব্যথিত। যারা ভিতরে আটকা পড়েছেন তাদের জন্য আমার দোয়া রইল। পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী রাঘুবার দাসের সঙ্গে কথা বলেছি।’ অন্যদিকে, নিহত শ্রমিকের প্রত্যেক পরিবারকে ২ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তাদের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও ঘোষণা দেন তিনি। আর আহতদের ২৫ হাজার রুপি করে দেওয়া হবে। পিটিআই।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা