ভারতের ঝাড়খণ্ডে একটি কয়লাখনি ধসে কমপক্ষে ১০ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও প্রায় ৫০ জনের মতো শ্রমিক ভিতরে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। বৃহস্পতিবার রাতে রাজ্যের গদ্দা এলাকার লালমাটিয়া ওপেন কাস্ট কয়লাখনিতে এ দুর্ঘটনা ঘটে বলে আর আর মিশ্র নামে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। ভারতের কয়লাখনির নিরাপত্তাবিষয়ক মহাপরিচালক ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। আর আর মিশ্র জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তখন সেখানে কয়েকটি উত্তোলন যন্ত্র দিয়ে কয়লা সরানোর কাজ চলছিল। ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। ভারতের কয়লা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনায় নিহত মোট ৯ শ্রমিকের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। আহত ২ শ্রমিককে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার শিকার কয়লাখনিটি ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের রাজমহল এলাকায় অবস্থিত। আর গদ্দার এলাকাটি রাজ্যের রাজধানী রানচি থেকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত। এদিকে, দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কয়লামন্ত্রী পীযূষ গয়াল ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রাঘুবার দাস। মোদি এক টুইট বার্তায় লিখেন, ‘ঝাড়খণ্ডের একটি খনিতে কয়েকটি জীবনের মৃত্যুতে আমি ব্যথিত। যারা ভিতরে আটকা পড়েছেন তাদের জন্য আমার দোয়া রইল। পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী রাঘুবার দাসের সঙ্গে কথা বলেছি।’ অন্যদিকে, নিহত শ্রমিকের প্রত্যেক পরিবারকে ২ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তাদের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও ঘোষণা দেন তিনি। আর আহতদের ২৫ হাজার রুপি করে দেওয়া হবে। পিটিআই।
শিরোনাম
- আমজনতার দলকে নিবন্ধন দিলে গণতন্ত্র শক্তিশালী হবে : নাছির
- শনিবার থেকে আন্দোলনে নামছেন প্রাথমিকের শিক্ষকরা
- হাতিরঝিলে চলন্ত সিএনজি অটোরিকশায় আগুন, প্রাণে রক্ষা তিনজনের
- জাহানারার মতো ভুক্তভোগীদের মুখ খোলার অনুরোধ তামিমের
- রাজধানীতে সবজি স্থিতিশীল, অস্থির পেঁয়াজের বাজার
- শাটডাউনে অচল যুক্তরাষ্ট্রের বিমানবন্দর, হাজারো ফ্লাইট বাতিল
- মোবাইল দিয়েই প্রফেশনাল ছবি তুলবেন যেভাবে
- জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- বাড়িতে ঢুকে পড়ছে ভালুক, সেনা মোতায়েন
- বন্যায় ডুবতে পারে এশিয়ার যে দেশ, জারি সতর্কতা
- ডিজিটালেই ভবিষ্যৎ: নতুন উচ্চতায় নিউইয়র্ক টাইমসের আয়
- সরকার না পারলেও বিএনপি নির্বাচনের আবহ তৈরি করতে পেরেছে : জিল্লুর রহমান
- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে গিয়ে বিপদে অ্যাঞ্জেলিনা
- সংগীতের ইতিহাসে নতুন অধ্যায়, পর্দায় ফিরছেন মাইকেল জ্যাকসন
- ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তান
- কীভাবে চালু করবেন ফোনে ভিওএলটিই ফিচার
- ধ্বংসস্তূপে পরিণত ফিলিপাইন, এবার বিপর্যয়ের মুখে ভিয়েতনাম
- ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প
- এবার ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি
- দুই বছরের লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত আরএসএফ
ভারতে কয়লাখনি ধসে নিহত ১০
আটকা পড়েছে প্রায় ৫০ শ্রমিক
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর