বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
অন্য খবর

বিয়ে নয় যেন চোরদের সমাবেশ!

বিয়ে নয় যেন চোরদের সমাবেশ!

ভারতের মহারাষ্ট্রের থেইন এলাকার আমবিভালিতে গত রবিবার ছিল এক ছিনতাইকারীর বিয়ে। সাধারণত বিয়েতে বর-কনে পরিবারের নিকটাত্মীয়সহ পাড়া প্রতিবেশীরা উপস্থিত থাকেন। কিন্তু ওই ছিনতাইকারীর বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিল ভারতের বিভিন্ন স্থানের শীর্ষস্থানীয় ছিঁচকে ও অভিজ্ঞ চোর এবং দক্ষ ছিনতাইকারীরা! চোর-ছিনতাইকারী মিলিয়ে বিয়েতে এক হাজারের মতো অতিথি উপস্থিত ছিল! পুলিশ জানায়, ছিনতাইকারী ওই বরের নাম তৌফিক ওরফে ইরানি (২০) যার বিরুদ্ধে ২৫টির বেশি ছিনতাইয়ের মামলা রয়েছে। আর কনের নাম সোহরা ইরানি (১৫) যে সম্পর্কে বরের আত্মীয়। পুলিশের তথ্য মতে, তৌফিক ছিনতাইকারীর বিয়েতে উপস্থিত চোর-ছিনতাইকারীরা দিল্লি, ভোপাল, আওরঙ্গবাদ, কর্ণাটক ও মুম্বাই থেকে এসেছিল। লক্ষণীয় হলো, বিয়ের অনুষ্ঠানে নজর রাখতে নিয়োজিত ছিল ২০ জন পুলিশ সদস্য! এতগুলো মামলা থাকা সত্ত্বেও কেন ছিনতাইকারী তৌফিককে গ্রেফতার করা হয়নি এ নিয়ে সমালোচনা হচ্ছে। তাই এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন থেইন পুলিশ কমিশনার পরমবির সিং। গ্রেফতারের এতবড় সুযোগ কেন হাতছাড়া করা হলো তা তদন্তে খতিয়ে দেখা হবে বলে তিনি জানান। টাইমস অব ইন্ডিয়া।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর