শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এবার পাঁচ মুসলিম দেশের ওপর কুয়েতের নিষেধাজ্ঞা!

আমেরিকার পর এবার পাঁচটি মুসলিম দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। গতকাল গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। নিষেধাজ্ঞা জারি করা দেশগুলোর মধ্যে পাকিস্তানও রয়েছে। অন্য দেশগুলো হচ্ছে সিরিয়া, ইরাক, ইরান ও আফগানিস্তান। মূলত এসব দেশ থেকে জঙ্গিরা যাতে কুয়েতে প্রবেশ করতে না পারে সেজন্য এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে দাবি করা হয়েছে। নিরাপত্তার দোহাই দিয়ে যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে ইরাক, সিরিয়া, সুদান, ইরান, সোমালিয়া, লিবিয়া ও ইয়েমেনের নাগরিকরা যাতে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারেন সেজন্য নির্বাহী আদেশ জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনডিটিভি, দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

সর্বশেষ খবর