শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

অভিবাসীদের গণহারে বের করে দেওয়া হবে না

মার্কিন অভিবাসন নীতি

যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের গণহারে দেশটি থেকে বের করে দেওয়া হবে না। দেশটির জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী জন কেলি একথা বলেন। তবে কাগজবিহীন অভিবাসীদের প্রত্যর্পণ প্রক্রিয়া অতীতের চেয়ে ট্রাম্প প্রশাসনের সময়কালে অধিকতর দ্রুতগতিতে সম্পন্ন করা হবে বলে তিনি জানিয়েছেন। তার ভাষায়, ‘আপনাদের (অবৈধ অভিবাসী) খুব দ্রুত ফেরত পাঠানো হবে।’ গুয়াতেমালার এক বিমানঘাঁটিতে বুধবার যুক্তরাষ্ট্র থেকে প্রত্যর্পিত দেশটির ৩৪৭ জন নাগরিক একটি বিমানে করে ফেরেন। এ উপলক্ষে সেখানে এক অনুষ্ঠানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী কার্লোস রাউল মোরালেসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ওই কথা বলেন জন কেলি। যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টায় অর্থ নষ্ট না করার জন্যও তিনি দেশটির জনগণের প্রতি আহ্বান জানান। দেশটির জাতীয় নিরাপত্তা দফতর থেকে মঙ্গলবার জানানো হয়েছিল অবৈধ অভিবাসীরা যে দেশেরই হোক না কেন তাদের মেক্সিকোতে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে। এ বিষয়ে জন কেলি বলেন, অবৈধ অভিবাসীদের প্রত্যর্পণের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন এ সংক্রান্ত নিয়ম মেনে চলবে এবং তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। এদিকে, অবৈধ অভিবাসীদের মেক্সিকোতে পাঠানো সংক্রান্ত মার্কিন পরিকল্পনায় ক্ষোভ প্রকাশ করেছে মেক্সিকোর কর্মকর্তারা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও অভিবাসন ইস্যুতে প্রধান মধ্যস্থতাকারী লুইস ভিদেগারায় জানিয়েছেন, তার দেশ এমন পরিকল্পনা কখনোই মেনে নেবে না। তার ভাষায়, ‘কোনো একটি সরকারের নেওয়া একপাক্ষিক একটি সিদ্ধান্ত আমার দেশ মেনে নেবে না।’ বিবিসি

সর্বশেষ খবর