সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
অন্য খবর

মৌমাছি যখন ফুটবলার

মৌমাছি যখন ফুটবলার

শুধু মধু সংগ্রহ করে চাক বানানো নয়, ফুটবলটাও ভালো বোঝে মোমাছি। সম্প্রতি লন্ডনের কুই মেরি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এটা প্রমাণ করে দেখিয়েছেন। একটি পরীক্ষায় গবেষকরা মৌমাছিদের দিয়ে গোলও করিয়েছেন। যতবার মৌমাছিগুলো সফল হয়েছে ততবার পুরস্কারও পেয়েছে। বেশ

কয়েকটি মৌমাছিকে ক্ষুদ্র হলুদ রঙের বল দিয়ে ফুটবল খেলতে শিখিয়েছেন গবেষকরা। কয়েকটিকে তো শেখাতেও হয়নি। অন্যদের দেখাদেখি নিজেরাই গোল পোস্টের মধ্যে বল রাখতে সফল হয়েছে। অধ্যাপক লার্স চিট্টকা জানিয়েছেন, পরীক্ষায় দেখা গেছে, মৌমাছিরা খুব সহজেই অনুকরণ করতে পারে। একবার দেখিয়ে দিতেই বলটিকে জায়গা মতো রাখতে পারছে তারা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর