বুধবার, ৫ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

সিরিয়ায় বিষাক্ত গ্যাস হামলা, নিহত ৫৮

সিরিয়ায় বিষাক্ত গ্যাস হামলা, নিহত ৫৮

সিরিয়ার উত্তর-পশ্চিমে বিমান থেকে পরিচালিত বিষাক্ত গ্যাস হামলায় অন্তত ৫৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৯ জন শিশুও রয়েছে। ইদলিব প্রদেশের শেইখুন শহরে এ হামলা চালানো হয়েছে বলে গতকাল সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, বিষাক্ত গ্যাসের প্রভাবে শহরের ৫৮ বাসিন্দা নিহত হয়েছে। আরও প্রায় অর্ধশত লোক শ্বাসযন্ত্র ও অন্যান্য সমস্যায় ভুগছে। হামলার পর অনেক লোকের শ্বাসরুদ্ধ হয়ে আসে, কেউ কেউ মূর্ছা যান, আবার অনেকের মুখ থেকে ফেনা বের হয়ে আসে বলে মেডিকেল সূত্রগুলোর বরাতে জানিয়েছে অবজারভেটরি। মেডিকেল সূত্রগুলো হামলাটিকে ‘গ্যাস হামলা’ বলে দাবি করেছে বলে জানিয়েছে তারা। তবে কী জাতীয় গ্যাসে এ ঘটনা ঘটেছে তার নাম জানাতে পারেনি সংস্থাটি। সংস্থাটি আরও জানিয়েছে, সিরিয়ার বিমান বাহিনী না কি সরকারের মিত্র রুশ বিমান বাহিনী এ হামলা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। প্রসঙ্গত, ইদলিব প্রদেশের প্রায় পুরোটাই এখন বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। আলজাজিরা।

সর্বশেষ খবর