শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিশ্বব্যাপী সাইবার হামলায় কোরীয় চর

গত বছর আলোচিত সাইবার হামলার ঘটনায় বিভিন্ন দেশের কম্পিউটার ব্যবস্থায় অচলাবস্থা দেখা দেয়। ম্যালওয়্যার হামলা চালিয়ে যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থার (এনএইচএস) বেশ কিছু অংশ বিকল করে দেওয়া হয়। এ ঘটনায় উত্তর কোরিয়ার নাগরিকের বিরুদ্ধে অভিযোগ এনেছেন যুক্তরাষ্ট্রের কৌঁসুলিরা। মূলত ম্যালওয়্যার হামলার পর এনএইচএসের কম্পিউটার ব্যবস্থায় বিকল অবস্থা তৈরি হয়। এ ঘটনায় জড়িত লাজারাস নামে হ্যাকিংগোষ্ঠীর সঙ্গে উত্তর কোরিয়ার পার্ক জিন হিউক নামের ব্যক্তি জড়িত ছিলেন বলে অভিযোগ ওঠে। লাজারাস গ্রুপের বিরুদ্ধে ২০১৪ সালে সনি পিকচার্সে হ্যাকিং করার অভিযোগও ওঠে। মার্কিন বিচার বিভাগ অভিযোগ করেছে, উত্তর কোরীয় সমর্থিত সাইবার গোষ্ঠী বড় ধরনের ক্ষতি করেছে। জাতীয় নিরাপত্তাবিষয়ক অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল জন ডেমার্স বলেন, উত্তর কোরিয়ার মদদপুষ্ট দলটির ম্যালওয়্যার হামলার শিকার হয় ১৫০টিরও বেশি দেশ।

সর্বশেষ খবর