বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

সহিংসতার পর হামাস ইসরায়েল অস্ত্রবিরতি

মিসরের মধ্যস্থতায় মঙ্গলবার ইসরায়েলের সঙ্গে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। একই সঙ্গে হামাসের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, যতদিন ইহুদিবাদী শত্রুরা এর প্রতি সম্মান দেখাবে ততদিন আমরাও এর প্রতি সম্মান দেখাব। গাজা-ইসরায়েল সীমান্ত বেষ্টনীর কাছ থেকে আল জাজিরার হ্যারি ফসেট বলেন, ইসরায়েলের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির কথা স্বীকার বা অস্বীকার করা হয়নি। ১১ নভেম্বর গাজা উপত্যকায় ঢুকে সাতজনকে ইসরায়েলি বাহিনী হত্যা করার পর থেকেই উত্তেজনার সৃষ্টি হয়।

সর্বশেষ খবর