কেন্দ্র থেকে নরেন্দ্র মোদির সরকারকে উৎখাত করতে ‘মহাজোট’ গঠনের জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিরোধীরা। গত জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতার আহ্বানে সাড়া দিয়ে কলকাতার ব্রিগেডে ‘ঐক্যবদ্ধ ভারত’ সমাবেশে হাজির ছিলেন জাতীয় কংগ্রেস, আম আদমি পার্টি (আপ), রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি), বহুজন সমাজ পার্টি (বসপা) সহ ২৩টি দলের শীর্ষ নেতারা। কেন্দ্র থেকে বিজেপিকে হটাতে কলকাতার সভামঞ্চে দাঁড়িয়ে হাতে হাত রেখে তারা স্লোগান তুলেছিলেন ‘মোদি হটাও-দেশ বাঁচাও’। পরবর্তীতে চলতি ফেব্রুয়ারি মাসে দুই দিনের ব্যবধানে তেলেগু দেশম পার্টি (টিডিপি) নেতা চন্দ্রবাবু নাইডুর ধরনা মঞ্চ কিংবা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের সমাবেশেও মোদিবিরোধী একাধিক মুখ দেখা গিয়েছিল। কিন্তু এত কিছু পরেও লাখ রুপির প্রশ্ন হলো মহাজোট কি আদৌ সফল হবে? মহাজোট সম্পর্কে কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ও রাজনৈতিক বিশেষজ্ঞ বিশ্বনাথ চক্রবর্তী জানান ‘সাম্প্রতিক দেশীয় ইস্যু, জাতপাতের রাজনীতি, সংখ্যালঘু ভোট, বিরোধী আঞ্চলিক নেতৃত্ব-সব মিলিয়ে মোদিবিরোধী জোট গঠনের যে প্রয়াস-তা সফল হলে মোদি-অমিত শাহ জুটি অস্বস্তিতে পড়বে। প্রবীণ সাংবাদিক সুবীর ভৌমিকের অভিমত ‘বিরোধীদের প্রস্তাবিত মহাজোট এখনো সেভাবে গড়ে উঠতে পারেনি। কবি সুবোধ সরকার জানান, ‘আসলে মোদি সরকার যে নোট বাতিলের মতো সিদ্ধান্ত নিয়েছেন বা নীরব মোদি, বিজয় মাল্য-এর মতো মানুষরা ব্যাংক থেকে রুপি লোপাট করে বিদেশে বসে আছেনÑ এটা সাধারণ মানুষ ভালোভাবে মেনে নিচ্ছে না। মহাজোটের ভবিষ্যৎ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ইংরেজির শিক্ষক ও রাজনীতি বিশেষজ্ঞ কৃশাণু ভট্টাচার্য। তার অভিমত, দেশের রাজনীতি অনেকটা ‘ঘোলা পানিতে মাছ ধরা’র মতো অবস্থা তৈরি হয়েছে।
শিরোনাম
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর বিষয়ে আপিলের চূড়ান্ত রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল