বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

নেপালে হেলিকপ্টার দুর্ঘটনায় মন্ত্রীসহ নিহত ৭

নেপালে হেলিকপ্টার দুর্ঘটনায় মন্ত্রীসহ নিহত ৭

নেপালে হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির পর্যটন মন্ত্রীসহ সাতজন নিহত হয়েছেন। গতকাল স্থানীয় সময় বিকালে দেশটির তাপলেজুং জেলার পাথিভারা থেকে উড্ডয়নের কয়েক মিনিট পরই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। বার্তা সংস্থা ডিপিএ জানায়, ৪৯ বছর বয়স্ক মন্ত্রী রবীন্দ্র অধিকারী দুজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাসহ দেশটির টেহরাঠুম জেলার চুহানদন্ড এলাকায় একটি বিমানবন্দরের নির্মাণকাজ পরিদর্শনের জন্য যাচ্ছিলেন। এয়ার ডিনেস্টি নামের একটি বেসরকারি হেলিকপ্টারে করে তিনি যাচ্ছিলেন বলে জানা গেছে। নেপাল সরকারের একজন মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে ডিপিএ জানিয়েছে, হেলিকপ্টারে পাইলটসহ মোট সাতজন আরোহী ছিলেন, যাঁদের সবাই নিহত হয়েছেন। উদ্ধার কাজের জন্য কর্তৃপক্ষ ঘটনাস্থলে বেশ কয়েকটি হেলিকপ্টার পাঠিয়েছে বলে জানানো হয়েছে। গত কয়েক বছরে নেপালে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী পাথিভারা মন্দিরের স্বাস্থ্যকর্মী উমানাথ পাউদেল জানিয়েছেন, বনাচ্ছাদিত যে এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেদিকে প্রচুর তুষারপাত হয়েছিল। ঘটনাস্থলে একটি ওয়ালেট পাওয়া গেছে এবং ভিতরে থাকা কাগজপত্র থেকে এটি হেলিকপ্টারটির পাইলটের বলে নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন তিনি। মন্ত্রী রবীন্দ্র অধিকারী ও তার সহযোগীরা পাথিভারা মন্দিরে পূজা দেওয়ার পর রাজধানী কাঠমান্ডুতে ফেরার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

সর্বশেষ খবর