শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

চুক্তিহীন ব্রেক্সিটেও আপত্তি

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া বা ব্রেক্সিটের সময় আছে আর মাত্র ১৪ দিন। অর্থাৎ আগামী ২৯ মার্চের মধ্যে এ ব্রেক্সিট চুক্তি কার্যকর হওয়ার কথা। কিন্তু এই বেরিয়ে যাওয়া নিয়ে যে চুক্তি করতে হবে, ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে-র করা চুক্তির খসড়া বারবার প্রত্যাখ্যান করেছেন দেশটির এমপিরা। তারা (এমপিরা) তেরেসা মে যে চুক্তির খসড়া করেছেন তা মানতেও চাচ্ছেন না আবার চুক্তিহীন ব্রেক্সিটও করতে নারাজ। এ অবস্থায় নাকানি-চুবানি খাওয়ার দশা প্রধানমন্ত্রী তেরেসা মে-র। গত সোমবার প্রধানমন্ত্রী মে ও ইইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ ক্লদ জাঙ্কারের মধ্যে বেক্সিট নিয়ে একটি সমঝোতা হয়। কিন্তু পরদিন ব্রিটিশ পার্লামেন্টে এমপিরা চুক্তির সেই খসড়া হয় তা বাতিল করে দিয়েছেন। আবার তার পর দিন প্রধানমন্ত্রী চুক্তিহীন ব্রেক্সিটের প্রস্তাব দিলে তাতেও রাজি হননি ব্রিটিশ এমপিরা। তবে এ ভোটের ফলাফল সরকারের জন্য বাধ্যতামূলক নয় এবং ইইউ ছেড়ে যাওয়ার বিষয়টি এখানে নাকচ করা হয়নি। বিবিসি

সর্বশেষ খবর