মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯ ০০:০০ টা

পশ্চিমবঙ্গে তৃণমূলই পছন্দ সংখ্যালঘুদের

দীপক দেবনাথ, কলকাতা

পশ্চিমবঙ্গে তৃণমূলই পছন্দ সংখ্যালঘুদের

রাজ্যে সাম্প্রদায়িক সহিংসতা ঠেকাতে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ব্যর্থ- এই অভিযোগ তুললেও তাদের ওপরই আস্থা রাখতে চাইছে সংখ্যালঘু সম্প্রদায়ের

মানুষ, বিশেষ করে মুসলিমরা। সংখ্যালঘুদের অভিমত কংগ্রেস ও সিপিআইএমের চেয়ে তৃণমূলই বিশ্বাসযোগ্য শক্তি। সারা বাংলা সংখ্যালঘু যুব

ফেডারেশনের (এআইএমওয়াইএফ) সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান জানান, ‘রাজ্যের কয়েকটি জায়গায় সাম্প্রদায়িক সংঘর্ষসহ রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ থাকা সত্ত্বেও সংখ্যালঘুরা তাদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবে।’ রাজ্যের মুসলিম যুব সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে বড় সংগঠন এবিএমওয়াইএফের ওই কর্মকর্তা আরও জানান, ‘বিজেপির বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে  তৃণমূলই আমাদের কাছে সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য শক্তি, কারণ তারাই এখন ক্ষমতায় আছে।’   

কলকাতা শহরের ইমামরা বলছেন,

সংখ্যালঘুদের শক্তিশালী ধর্মনিরপেক্ষ প্রার্থীকেই ভোট দেওয়া উচিত। রেড রোডে ঈদের নামাজের প্রধান ইমাম কাজী ফজলুর রহমান জানান, ‘সংখ্যালঘুদের

কাছে আমরা আহ্বান জানাব তারা তাদের নিজেদের কেন্দ্রে শক্তিশালী ধর্মনিরপেক্ষ প্রার্থীকেই যেন ভোট দেয়।’ পশ্চিমবঙ্গে লোকসভার  আসন ৪২টি। এর মধ্যে ১৬ থেকে ১৮ আসন রয়েছে যেগুলোতে সংখ্যালঘু ভোটার গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। গোটা রাজ্যে মোট ভোটারের শতকরা ৩০ ভাগ হলো এই সংখ্যালঘু ভোট।

সর্বশেষ খবর