বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯ ০০:০০ টা

বাম-কংগ্রেস জোট না হওয়ায় লাভ তৃণমূল-বিজেপির!

দীপক দেবনাথ, কলকাতা

বাম-কংগ্রেস জোট না হওয়ায় লাভ তৃণমূল-বিজেপির!

দুই দলের সম্পর্ক তেল আর জলের মতো। এক সঙ্গে মিশে না। কিন্তু রাজনীতিতে শেষ বলে কিছু নেই। তবে শেষ পর্যন্ত তেল আর জল এক সঙ্গে মিশলো না। বলা হচ্ছে পশ্চিমবঙ্গে কংগ্রেস ও বামদের মধ্যে জোট নিয়ে কথা। বহুদিনের আলোচনার পর ভেস্তে গেছে বাম ও কংগ্রেসের জোটবদ্ধ হওয়ার প্রক্রিয়া। আর আসন্ন লোকসভার নির্বাচনে পশ্চিমবঙ্গে বাম-কংগ্রেসের প্রস্তাবিত জোট ব্যর্থ হওয়ায় রাজ্যটিতে এবার চতুর্মুখী লড়াই দেখা যাবে। আর এতে সব থেকে বেশি সুবিধা হবে রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের, সামান্য সুবিধা পাবে প্রধান প্রতিদ্বন্দ্বী দল বিজেপিও। তৃণমূল সূত্রে খবর, জোট ভেস্তে যাওয়ায় আখেরে তাদেরই লাভ হল। তাদের অভিমত রাজ্যে অন্য বিশ্বাসযোগ্য ‘ধর্মনিরপেক্ষ শক্তি’ না থাকায় আসন্ন নির্বাচনে প্রায় ৩০ শতাংশ সংখ্যলঘু ভোট তাদের দখলেই যাবে। গত সপ্তাহে রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে এক তরফাভাবে বামেরা ২৫ টি আসনে তাদের প্রার্থী ঘোষণার পরই কার্যত ভেস্তে যায় বাম-কংগ্রেস জোট প্রক্রিয়া।

তৃণমূলের ওই সিনিয়র নেতা বলছেন ‘বাম-কংগ্রেস জোট হলে এর অধিকাংশ আসনেই আমরা সুবিধাজনক স্থানে অবস্থান করতাম কিন্তু এখন পরিস্থিতি কিছুটা ভিন্ন হবে। তবে আমাদের শীর্ষ নেতৃত্বের ওপর পূর্ণ আস্থা আছে এবং একবার প্রচারণা শুরু হলে সেই অবস্থার পরিবর্তন হবে।’ বাম-কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা না হওয়ায় উৎফুল্ল বিজেপি শিবিরেও।

সর্বশেষ খবর