বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

‘গোলানের ওপর ইসরায়েলি মালিকানা স্বীকার করে না ইউরোপ’

অধিকৃত গোলান মালভূমির ওপর ইহুদিবাদী ইসরায়েলের মালিকানা স্বীকৃতি দেওয়ার মার্কিন পদক্ষেপ ইউরোপ কখনোই মেনে নেবে না। মঙ্গলবার ইউরোপীয় পার্লামেন্টে দেওয়া বক্তৃতায় একথা সাফ জানিয়ে দিয়েছেন ইইউ পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি। তিনি বলেন, সিরিয়ার গোলান মালভূমির ব্যাপারে ইউরোপের নীতিতে পরিবর্তন আসেনি এবং আসবেও না। মোগেরিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ মালভূমির ওপর ইসরাইলি সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়ে সুস্পষ্টভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন। ইউরোপের এ শীর্ষ কর্মকর্তা বলেন, ১৯৬৭ সালে অনুমোদিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৪২ নম্বর প্রস্তাব এবং ১৯৮১ সালে অনুমোদিত ৪৯৭ নম্বর প্রস্তাবে গোলান মালভূমিকে সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। ইউরোপ এ আন্তর্জাতিক আইন মেনে চলবে বলে সুস্পষ্টভাবে জানান মোগেরিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২৫ মার্চ আন্তর্জাতিক আইন ও নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে একটি ডিক্রিতে সই করেন যাতে গোলান মালভূমির ওপর ইসরায়েলের কথিত সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়া হয়।

সর্বশেষ খবর