শনিবার, ২০ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

নর্দান আয়ারল্যান্ডে দাঙ্গায় নারী সাংবাদিক নিহত

নর্দান আয়ারল্যান্ডের লন্ডনডেরিতে সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে এক নারী সাংবাদিকের মৃত্যু হয়েছে। তার নাম লিরা ম্যাককি (২৯)। পুলিশ একে ‘সন্ত্রাসী কাণ্ড’ বলে বিবেচনা করছে। বন্দুকধারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের খবর সংগ্রহ করতে ঘটনাস্থলে যাওয়া লিরা পুলিশের গাড়ির কাছেই দাঁড়িয়ে ছিলেন। এ সময় তিনি গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

‘খুব সম্ভবত নিউ আইআরএ সদস্যদের কেউ গুলি চালিয়েছে। এ ঘটনায় গোয়েন্দারা হত্যা তদন্ত শুরু করেছেন।’ দাঙ্গার সময় এক পথচারীর মোবাইলে ভিডিও করা ফুটেজে সড়কে ওঁৎ পেতে থাকা মুখোশধারী এক ব্যক্তিকে গুলি চালাতে দেখা যায়।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরেজা মে এ হত্যাকা কে ‘জঘন্য এবং বিবেকহীনের মতো কাজ’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘ম্যাককি এমন একজন সাংবাদিক যিনি অত্যন্ত সাহসের সঙ্গে নিজ দায়িত্ব পালনের সময় মৃত্যুবরণ করেছেন।’ ন্যাশনাল ইউনিয়ন অব জার্নালিস্ট (এনইউজে) ম্যাককিকে নর্দান আয়ারল্যান্ডের ‘সবচেয়ে প্রতিশ্রুতিশীল সাংবাদিকদের একজন’ বলে বর্ণনা করেছে।

সর্বশেষ খবর