বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

সৌদিতে একদিনে ৩৭ জনের শিরশ্ছেদ একজনকে ‘ক্রুশবিদ্ধ’

সৌদি আরবে সাধারণত শিরশ্ছেদ করে মৃত্যুদন্ড কার্যকর করা হয়। সন্ত্রাসবাদের অভিযোগে মঙ্গলবার দেশটিতে ৩৭ জন ব্যক্তির মৃত্যুদন্ড কার্যকর করা হয়। তবে তাদের একজনের মৃত্যুদন্ড কার্যকরের পর তার দেহ ক্রুশবিদ্ধ করে রাখা হয়েছে। মূলত কর্তৃপক্ষের দৃষ্টিতে মারাত্মক অপরাধের জন্য মৃত্যুদন্ড কার্যকর করার পর দেহ ক্রুশবিদ্ধ করে রাখার নিয়ম রয়েছে। এটা অবশ্য খুব কম দেখা যায়। ৩৭ জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তির মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে যার বয়স গ্রেফতারের সময় ১৭ বছর ছিল বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সরকারি বিবৃতিতে আরও বলা হয়েছে, ওই ব্যক্তিরা ‘উগ্রবাদী, সন্ত্রাসবাদে বিশ্বাস করত এবং তারা একটি সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করেছিল।’

সর্বশেষ খবর