লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের বারানসি আসন নিয়ে জল্পনা-কল্পনার অবসান ঘটল। এত দিন সেখানে বিজেপির প্রার্থী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মেয়ে এবং কংগ্রেস সভাপতি রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে জোর আলোচনা ছিল। এ জল্পনা বেশ কিছু দিন ধরেই জোরদার হচ্ছিল দেশের রাজনীতিতে। আর এ জল্পনা বিভিন্ন সময় উসকে দেওয়া হয়েছিল কংগ্রেস শিবির থেকেই। কোন কেন্দ্র থেকে দাঁড়ানোর কথা ভাবছেন, জিজ্ঞেস করা হলে প্রিয়ঙ্কার উত্তর ছিল, ‘বারানসি থেকে নয় কেন?’ একই ইঙ্গিত পাওয়া গিয়েছিল রাহুলের কাছ থেকেও। যদিও তা যে জল্পনাই ছিল, তা স্পষ্ট হলো গতকালই। বারানসিতে মোদির বিরুদ্ধে অজয় রাইকেই প্রার্থী করছে কংগ্রেস। কিন্তু এতদিন ধরেই নেওয়া হয়েছিল সদ্য রাজনীতিতে আসা প্রিয়াঙ্কা মুখোমুখি হবেন মোদির মতো বাঘা রাজনীতিকের। গান্ধী পরিবারের ঐতিহ্য আর সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মতো দেখতে এ দুই তকমার জোরে প্রিয়াঙ্কা গান্ধী মোদির সামনে কঠিন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবেন বলে এ আসনের দিকে নজর ছিল সবার। কিন্তু গতকাল সেই জল্পনার অবসান ঘটল। ওদিকে গতকাল বারানসিতে রোডশো করছেন মোদি। আজ এ আসনে তার মনোনয়নপত্র জমা দেওয়ার কথা। এ নির্বাচনে কংগ্রেসের হয়ে পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্বভার সামলাচ্ছেন প্রিয়াঙ্কা। মন্দিরনগরী বারানসি পড়ে উত্তরপ্রদেশের এ অঞ্চলেই। সেই কারণেই মোদির বিরুদ্ধে প্রিয়াঙ্কা নামের ব্রহ্মাস্ত্র ব্যবহার করা হতে পারে, বাড়ছিল সেই জল্পনা। যদিও রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছিলেন, প্রিয়াঙ্কা বারানসিতে কোনোভাবেই দাঁড়াতেন না। মোদিকে চাপে রাখতেই চলছিল এ কৌশল। ২০১৪ সালে মোদির বিরুদ্ধে লড়ে মাত্র ৭৫,০০০ ভোট পেয়েছিলেন কংগ্রেস প্রার্থী অজয় রাই। সেখানে মোদি পেয়েছিলেন প্রায় ৫ লাখ ৮০ হাজার ভোট। সেই নির্বাচনে প্রায় দুই লাখ ভোট পেয়ে এখানে দ্বিতীয় স্থানে ছিলেন আম আদমি পার্টির প্রার্থী অরবিন্দ কেজরিওয়াল।
শিরোনাম
- এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের
- ৪৮তম বিশেষ বিসিএসে বাড়ছে না চিকিৎসকের পদ
- সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রোধে দুই সেল গঠনের চিন্তা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৪৩২
- মাদক মুক্ত সমাজ ব্যবস্থা চালু করতে না পারলে পিছিয়ে যাব : এ্যানি
- টিকটক প্রতিনিধিদের সঙ্গে সিইসির বৈঠকে ‘অপপ্রচার’ ঠেকাতে আলোচনা
- বন্দরের বাড়তি ট্যারিফ নিয়ে শীঘ্রই স্টেকহোল্ডারদের সাথে বৈঠক হবে : আমীর হুমায়ুন
- সিরিজে টিকে থাকতে বাংলাদেশের দরকার ১৫০ রান
- নির্বাচনকালে নিজ বা শ্বশুরবাড়ি এলাকায় পোস্টিং হবে না
- শিক্ষায় পচন এত যে কমিশন করলেই সেরে যাবে না : পরিকল্পনা উপদেষ্টা
- প্লট দুর্নীতি : হাসিনা-পুতুল-জয়ের বিরুদ্ধে আরও ৮ জনের সাক্ষ্য
- সংস্কার কমিশনের প্রতিবেদন বই আকারে প্রকাশে প্রধান উপদেষ্টার আহ্বান
- আগামীর নতুন বাংলাদেশ হবে শিক্ষানির্ভর : আমীর খসরু
- মেট্রোরেল যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ ডিএমটিসিএলের
- ক্লাস শুরুর দাবিতে অনশনে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা
- জলবায়ু পরিবর্তন সভ্যতাকে শেষ করবে না : বিল গেটস
- স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বহাল থাকছে আগামী শিক্ষাবর্ষেও
- টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে জাকের
- অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ৩ টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন রেড্ডি
- মতিঝিল-কমলাপুর অংশে ইলেকট্রো-মেকানিক্যাল কাজে ১৮৫ কোটি টাকা সাশ্রয়
লোকসভা নির্বাচন
বারানসিতে প্রিয়াঙ্কা নন, অজয় রাই
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর