রাশিয়ায় একটি বিমানে আগুন লেগে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। বিমানটিতে মোট ৭৩ জন যাত্রী ও পাঁচজন ক্রু ছিলেন। এদিকে বিমানটিতে আগুন লাগার জন্য বজ্রপাতকে দায়ী করা হচ্ছে। রাশিয়ার এরোফ্লোট এয়ারলাইন্সের উড়োজাহাজটিতে আগুন ধরার ঠিক আগে সেটির ওপর বজ্রপাত হয়েছিল বলে জানিয়েছেন বেঁচে যাওয়া যাত্রী ও ক্রুরা। স্থানীয় সংবাদমাধ্যমে বেঁচে যাওয়া যাত্রীরা নিজেদের ভয়াবহ ওই অভিজ্ঞতার বর্ণনা দেন। রুশ সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে বিবিসি এ খবর জানায়। বেঁচে যাওয়া যাত্রীদের একজন পেত্র এগোরোভ বলেন, বিমানটি মাত্র আকাশে উড়েছে, তখনই সেটির ওপর বজ্রপাত হয়। আরেক যাত্রী মিখাইল সাভচেঙ্কো বলেন, জরুরি বহির্গমন পথ দিয়ে লাফিয়ে পড়ে তিনি নিজের প্রাণ বাঁচিয়েছেন। প্রত্যক্ষদর্শী একজন বলছেন প্রাণে রক্ষা পাওয়াটা একটা আশ্চর্য ঘটনা। মস্কোর শেরেমেতিয়েভ বিমানবন্দর থেকে স্থানীয় সময় রবিবার সন্ধ্যা ৬টার দিকে উড্ডয়নের পরপরই পাইলট ‘যান্ত্রিক গোলযোগের’ কথা জানিয়ে বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষে সাহায্যের আবেদন করেন এবং জরুরি অবতরণের চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিমানবন্দরে আছড়ে পড়ার পরপরই সুখোই সুপারজেট-১০০ বিমানটির ইঞ্জিনে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে সেটি আগুনের গোলায় পরিণত হয়। বিমানটির মস্কো থেকে উত্তরাঞ্চলীয় শহর মুরমাস্কে যাওয়ার কথা ছিল। বেঁচে যাওয়া ৩৭ জনের মধ্যে ৩৩ জন যাত্রী এবং চারজন ক্রু। তবে বেঁচে যাওয়া যাত্রীরা দুর্ঘটনার কারণ হিসেবে বজ্রপাতের কথা বললেও দুর্ঘটনার তদন্তকারীরা এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। বিবিসি।
শিরোনাম
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- ব্রয়লার ১৬৫–১৭০, মাছেই স্বস্তি খুঁজছেন ক্রেতারা
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
‘বজ্রপাতে’ বিমানে আগুন নিহত ৪১
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর