শিরোনাম
মঙ্গলবার, ৭ মে, ২০১৯ ০০:০০ টা

‘বজ্রপাতে’ বিমানে আগুন নিহত ৪১

‘বজ্রপাতে’ বিমানে আগুন নিহত ৪১

রাশিয়ায় একটি বিমানে আগুন লেগে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। বিমানটিতে মোট ৭৩ জন যাত্রী ও পাঁচজন ক্রু ছিলেন। এদিকে বিমানটিতে আগুন লাগার জন্য বজ্রপাতকে দায়ী করা হচ্ছে। রাশিয়ার এরোফ্লোট এয়ারলাইন্সের উড়োজাহাজটিতে আগুন ধরার ঠিক আগে সেটির ওপর বজ্রপাত হয়েছিল বলে জানিয়েছেন বেঁচে যাওয়া যাত্রী ও ক্রুরা। স্থানীয় সংবাদমাধ্যমে বেঁচে যাওয়া যাত্রীরা নিজেদের ভয়াবহ ওই অভিজ্ঞতার বর্ণনা দেন। রুশ সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে বিবিসি এ খবর জানায়। বেঁচে যাওয়া যাত্রীদের একজন পেত্র এগোরোভ বলেন, বিমানটি মাত্র আকাশে উড়েছে, তখনই সেটির ওপর বজ্রপাত হয়। আরেক যাত্রী মিখাইল সাভচেঙ্কো বলেন, জরুরি বহির্গমন পথ দিয়ে লাফিয়ে পড়ে তিনি নিজের প্রাণ বাঁচিয়েছেন। প্রত্যক্ষদর্শী একজন বলছেন প্রাণে রক্ষা পাওয়াটা একটা আশ্চর্য ঘটনা। মস্কোর শেরেমেতিয়েভ বিমানবন্দর থেকে স্থানীয় সময় রবিবার সন্ধ্যা ৬টার দিকে উড্ডয়নের পরপরই পাইলট ‘যান্ত্রিক গোলযোগের’ কথা জানিয়ে বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষে সাহায্যের আবেদন করেন এবং জরুরি অবতরণের চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিমানবন্দরে আছড়ে পড়ার পরপরই সুখোই সুপারজেট-১০০ বিমানটির ইঞ্জিনে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে সেটি আগুনের গোলায় পরিণত হয়। বিমানটির মস্কো থেকে উত্তরাঞ্চলীয় শহর মুরমাস্কে যাওয়ার কথা ছিল। বেঁচে যাওয়া ৩৭ জনের মধ্যে ৩৩ জন যাত্রী এবং চারজন ক্রু। তবে বেঁচে যাওয়া যাত্রীরা দুর্ঘটনার কারণ হিসেবে বজ্রপাতের কথা বললেও দুর্ঘটনার তদন্তকারীরা এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। বিবিসি।

সর্বশেষ খবর