শিরোনাম
রবিবার, ১২ মে, ২০১৯ ০০:০০ টা

গুলিতে ফিলিস্তিনি যুবক নিহত

গাজা সীমান্তে ফিলিস্তিনিদের এ সপ্তাহের বিক্ষোভেও গুলি চালিয়েছে ইসরায়েলি রক্ষীরা। গুলিতে ২৪ বছর বয়সী এক ফিলিস্তিনি যুবক নিহত ও ৩০ বিক্ষোভকারী আহত হয়েছেন। ইসরায়েলের সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, শুক্রবারের বিক্ষোভে প্রায় ছয় হাজার ফিলিস্তিনি অংশ নিয়েছেন। বিক্ষোভকারীদের একাংশ সীমান্ত বেষ্টনীর দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে রক্ষীরা তাদের দিকে গুলি ছোড়ে। রয়টার্স

গত বছরের ৩০ মার্চ থেকে ফিলিস্তিনিদের ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ শুরু হওয়ার পর প্রতি শুক্রবারই হাজার হাজার বিক্ষোভকারী গাজা সীমান্তের বিভিন্ন অংশে অবস্থান নিয়ে উচ্ছেদ হওয়া ভূমিতে ফেরার দাবি জানায়। ১৯৪৮ সালে শরণার্থী হওয়া লাখ লাখ মানুষকে ইসরায়েলের দখলে থাকা এলাকায় ফিরতে বাধা দেওয়ার প্রতিবাদে হামাসসহ বিভিন্ন সংগঠন সীমান্ত বরাবর ‘গ্রেট মার্চ অব রিটার্নের’ ডাক দিয়েছিল। ১৯৭৬ সালের ৩০ মার্চ ভূমি দখলের প্রতিবাদ জানাতে গিয়ে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হাতে ছয় বিক্ষোভকারী নিহত হন। তার স্মরণেই গত বছর ৩০ মার্চ থেকে ওই বিক্ষোভ শুরু হয়। গত ১৪ মাস ধরে হওয়া এ সাপ্তাহিক বিক্ষোভে ইসরায়েলি বাহিনীর গুলিতে ২০০রও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে; ফিলিস্তিনি স্নাইপারের গুলিতে প্রাণ গেছে এক ইসরায়েলি সেনারও।

সর্বশেষ খবর