সোমবার, ১৩ মে, ২০১৯ ০০:০০ টা

ভারতে শাখা খোলার ঘোষণা আইএসের

শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলার কয়েকদিন পরই বাংলায় লেখা ইসলামিক স্টেটের (আইএস) বার্তা প্রকাশ হয়েছিল। তাতে লেখা ছিল, ‘শিগগিরই আসছি। ইনশাল্লাহ’। এর কিছুদিন আবার ভারতের কেন্দ্রীয় ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) পশ্চিমবঙ্গ রাজ্যকে সতর্ক করে জানায় বুদ্ধপূর্ণিমার দিন জঙ্গি হামলা চালাতে পারে আইএস বা জেএমবি। এবার জানা গেল, ভারতে ইতিমধ্যেই একটা শাখা খোলার আয়োজন শেষ করেছে আইএস। এই শাখার মাধ্যমে ভারতজুড়ে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে তারা। শনিবার আইএসের মুখপত্র বলে পরিচিত আমাক নিউজ এজেন্সিতে ভারতে শাখা খোলার ঘোষণা দেয় আইএস। জানানো হয়, ‘উইলায়াহ অব হিন্দ’ নামে একটি শাখা খুলেছে আইএস। আরবি ভাষায় এই কথার অর্থ হলো ‘ভারতীয় প্রদেশ’। অনলাইনে জঙ্গিবাদ পর্যালোচনাকারী সাইট ইন্টেল গ্রুপের ডিরেক্টর রিটা কাৎজ টুইটারে জানিয়েছেন, ‘আইএস ঘোষণা করেছে ভারতে নতুন শাখা খুলেছে তারা। ইতিমধ্যেই আমসিপোরাতে ভারতীয় সেনার সঙ্গে লড়াই হয়েছে তাদের। এই শাখার মাধ্যমেই ভারতে সন্ত্রাসমূলক কার্যকলাপ চালানোর চেষ্টা করছে তারা। দক্ষিণ ভারতের  বেশ কিছু অঞ্চলে আইএসের অনেক সদস্য আছে। তাদের সবাইকে এক জায়গায় আনার চেষ্টা করছে সংগঠনটি।

সর্বশেষ খবর