শিরোনাম
শনিবার, ১ জুন, ২০১৯ ০০:০০ টা

পশ্চিমবঙ্গ অখুশি

দ্বিতীয় দফার মন্ত্রিসভায় নরেন্দ্র মোদি ঠাঁই দিয়েছেন ৫৮ জনকে। ভারতের রাজনীতির ইতিহাসে মোদির দল বিজেপি সদ্য লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে এবারই সবচেয়ে বেশি সাফল্য পায়। তবে এবার এ রাজ্য থেকে মোদি কাউকে পূর্ণমন্ত্রী করেননি। দুজন মাত্র প্রতিমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছেন। এতে বিজেপি ও রাজ্যবাসী হতাশ। ভারতের সপ্তদশ  লোকসভা নির্বাচনে বিজেপির জোট নিরঙ্কুশ জয় পায়। তার ৫৮ জনের মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণ মন্ত্রী, ৯ জন স্বাধীন দায়িত্বের প্রতিমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী হয়েছেন। পশ্চিমবঙ্গ থেকে যে দুজনকে প্রতিমন্ত্রী করা হয়েছে তারা হলেন পশ্চিমবঙ্গের আসানসোলের সংসদ সদস্য বাবুল সুপ্রিয় এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ আসনের সংসদ সদস্য দেবশ্রী চৌধুরী।

মন্ত্রিসভায় পশ্চিমবঙ্গ থেকে মাত্র দুজনকে প্রতিমন্ত্রী করায় খুশি হতে পারেনি বিজেপির নেতৃত্ব ও রাজ্যবাসী। সবারই ধারণা ছিল, এবার বিজেপির এই রাজ্যে ব্যাপক সাফল্যের পর অন্তত চার থেকে পাঁচজন মন্ত্রিত্ব পাবেন। এমনকি ইঙ্গিত ছিল দু-একজন পূর্ণ মন্ত্রিত্বও পেতে পারেন। তবে আশা পূরণ না হওয়ায় কেন্দ্রীয় নেতৃত্ব হতাশ। রাজ্যবাসীও অখুশি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর