বুধবার, ১২ জুন, ২০১৯ ০০:০০ টা

জারদারির গ্রেফতারে উত্তপ্ত পাকিস্তানের রাজনীতি

১১ দিনের রিমান্ড

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে গ্রেফতার নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক অঙ্গন। প্রধান বিরোধী দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন) বলেছে, আইএমএফ-এর প্রস্তুত করা জনবিরোধী বাজেট থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে সরিয়ে দিতে জারদারিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল দেশটির বাজেট ঘোষণা হয়েছে।

জারদারিকে গ্রেফতারের খবরে পাকিস্তানের বিভিন্ন শহরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পিপিপির  নেতা-কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েছেন। বিশেষ করে পিপিপি শাসিত সিন্ধু প্রদেশে এই বিক্ষোভ প্রকট আকার ধারণ করেছে। তবে নেতা-কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিলাওয়াল। এদিকে গতকাল দেশটির অ্যাকাউন্টেবলিটি আদালত  জারদারিকে ১১ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে।

সর্বশেষ খবর