বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯ ০০:০০ টা

শান্তির বার্তা নিয়ে ইরানে জাপানের প্রধানমন্ত্রী

শান্তির বার্তা নিয়ে ইরানে জাপানের প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রকাশ্য শত্রু ইরান। আবার যুক্তরাষ্ট্রের অন্যতম প্রকাশ্য মিত্র জাপান। ইরানকে তটস্থ রাখতে এমন কোনো হুমকি নেই যে যুক্তরাষ্ট্র করছে না। সেই চিরশত্রু ইরান সফরে গেলেন ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। পারস্য উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যে গতকাল ইরানে পৌঁছান শিনজো আবে। তার এ সফর দুই দিনের। দীর্ঘ ৪১ বছর পর এই প্রথম জাপানের কোনো প্রধানমন্ত্রী ইরান সফর করেন। জাপানের সংবাদমাধ্যমের ইঙ্গিত, ইরান সফরের মধ্য দিয়ে আবে আন্তর্জাতিক রাজনীতিতে তার দেশের জন্য নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করবেন। আর এ সূত্র ধরেই হয়তো বিশ্বের জটিল সব রাজনৈতিক বিতর্কে গ্রহণযোগ্য এক মধ্যস্থতাকারী হিসেবে জাপানের আবির্ভাব ঘটবে। এই সফরের বিষয়টি আবে আগেই ট্রাম্পকে জানিয়েছিলেন। গতকাল রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। পরে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। সেখানে উপস্থিত থাকেন প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। এরপরই শিনজো আবের সঙ্গে বৈঠকে বসেন রুহানি। আজ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল খামেনির সঙ্গে দেখা করবেন জাপানি প্রধানমন্ত্রী।

সর্বশেষ খবর