শুক্রবার, ১৪ জুন, ২০১৯ ০০:০০ টা

হংকংয়ে সরকারি দফতর বন্ধ

চীনের প্রস্তাবিত প্রত্যর্পণ বিলের বিরুদ্ধে হাজারো মানুষের প্রতিবাদে পুলিশের রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ার একদিন পর হংকংয়ের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ফের কয়েক হাজার বিক্ষোভকারী জড়ো হয়েছেন। বিচারের জন্য লোকজনকে চীনের মূলভূখন্ডে পাঠানোর সুযোগ রেখে হংকংয়ের আইন পরিষদের করা ওই বিলটির বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। গতকাল প্রতিবাদকারীদের বাড়তে থাকা ভিড়ে স্কুলশিক্ষার্থীদেরও দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে প্রতিবাদকারীদের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা পর্যবেক্ষকদের। হংকংয়ের কেন্দ্রস্থলের বিভিন্ন রাস্তার পুলিশ সশস্ত্র অবস্থায় অবস্থান করছে। গতকাল বিক্ষোভে অংশ নেওয়া নাতালি ওং নামের এক প্রতিবাদকারী রয়টার্সকে বলেন, ‘সরকারের সঙ্গে দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত আমরা। আমি তরুণ, তাই হংকংয়ের পক্ষে লড়তে এসেছি।’ বহিঃসমর্পণের  যে বিলটি নিয়ে সরকার ও বিরোধীরা মুখোমুখি তাতে ফৌজদারি অপরাধে অভিযুক্ত হংকংয়ের যে কোনো বাসিন্দাকে তাইওয়ান, ম্যাকাউ কিংবা চীনের মূলভূখন্ডে পাঠানোর সুযোগ রাখা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর