বুধবার, ৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা

জলমগ্ন মুম্বাই জনজীবন স্তব্ধ নিহত ২২

কলকাতা প্রতিনিধি

প্রবল বর্ষণে বিপর্যস্ত বাণিজ্যনগরী মুম্বাই। যতদূর চোখ যায় কেবল পানি আর পানি। সোমবার রাত থেকে একটানা বৃষ্টির ফলে মুম্বাই ও শহরতলিতে অন্তত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জাতীয় দুর্যোগ মোকাবিলা দলের কর্মকর্তারা জানিয়েছেন, অতিরিক্ত বর্ষণের কারণে  গতকাল ভোরে মালাড এলাকায় একটি পাঁচিল ভেঙে ১৩ জন নিহত হয়েছেন। মালাড ইস্টের পিমপ্রিপদা এলাকায় ওই পাঁচিলের ধারেই বস্তিতেই বসবাস হতভাগ্যদের। মুম্বাইয়ের কল্যাণে একটি স্কুলের পাঁচিল ভেঙে তিনজনের মৃত্যু হয়, আহত হন আরও একজন। পুনেতে পাঁচিল ধসে ছয়জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার রাতের দিকে এ শহরের আম্বেগাঁও এলাকায় সিংহাদ কলেজ ক্যাম্পাস লাগোয়া একটি অস্থায়ী আবাসনের ওপর পাঁচিল ধসে পড়লে ওই ছয়জন নিহত হন, তারা প্রত্যেকেই শ্রমিক, আহত আরও দুই শ্রমিক। আবহাওয়া অফিস বলছে ২০০৫ সালের পর গত ২৪ ঘণ্টায় এ শহরে সবচেয়ে বৃষ্টিপাত হয়েছে।

এদিন গোটা শহরেই লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস, সেই সঙ্গে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফরনবিসকে মুম্বাই পৌরসভায় দফায় দফায় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে দেখা গেছে।

সর্বশেষ খবর