রবিবার, ১১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

চীনে টাইফুন লেকিমার তান্ডব

শক্তিশালী টাইফুন লেকিমা আছড়ে পড়ার পর চীনের পূর্বাঞ্চলীয় শহর ওয়েনঝৌতে কমপক্ষে ১৮ জনের প্রাণহানি ঘটেছে। এদের অধিকাংশই ভূমিধসে মৃত্যু হয়েছে।  এ ঘটনায় এখনো ১৪ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে চীনের সংবাদমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইতিমধ্যে ১০ লাখের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। লেকিমা ঘণ্টায় সর্বোচ্চ ১৮৭ কিলোমিটার বেগের বাতাস নিয়ে গতকাল  পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে আঘাত হানে। বুধবার এটি সুপার টাইফুনের আকৃতি নিলেও চীনে আঘাত হানার সময় এর শক্তি অনেকটাই কম ছিল বলে জানিয়েছে চীনা বার্তা সংস্থা সিনহুয়া। লেকিমার কারণে এরই মধ্যে কয়েকশ ফ্লাইট বাতিল ও ১০ লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির আবহাওয়া ব্যুরো টাইফুন সতর্কতার মাত্রা আগের ‘রেড অ্যালার্ট’ থেকে দ্বিতীয় সর্বোচ্চ ‘অরেঞ্জ অ্যালার্টে’ নামিয়ে এনেছে।

 

সর্বশেষ খবর