বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

কংগ্রেস নেতা চিদাম্বরম গ্রেফতার

কংগ্রেস নেতা চিদাম্বরম গ্রেফতার

ভারতের সাবেক অর্থমন্ত্রী প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরমকে আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা-সিবিআই। গত রাতে জোড়াবাগের বাসভবন থেকে তাকে গ্রেফতার করেন সিবিআই কর্মকর্তারা। ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, তার গ্রেফতারির আশঙ্কা ছিল আগে থেকেই। রাতে দিল্লিতে কংগ্রেস সদর দফতরে সংবাদ সম্মেলন করে তিনি নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ খারিজ করে দেন। রাতে তার জোড়াবাগের বাসভবনে পৌঁছে সিবিআইয়ের একটি দল। দরজা না খোলায় দেয়াল টপকে ঘরে ঢোকেন তারা। রাত পৌনে ১০টা নাগাদ তাকে গ্রেফতার করা হয়। ২০০৪-২০০৮ ও ২০১২-২০১৪ মেয়াদে ভারতের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন কংগ্রেস নেতা পালানিয়াপ্পান চিদাম্বরম। ২০০৬ সালে অর্থমন্ত্রী থাকার সময় তার পুত্র কার্তির হয়ে ‘আইএনএক্স মিডিয়া’ দুর্নীতিতে জড়িয়ে পড়ে তার নাম। সেই মামলায় গ্রেফতার হলেন তিনি।

বলা হয়, উচ্চপদের সুযোগ নিয়ে পুত্রের ব্যবসার সুবিধার জন্য জেনেশুনেই ভারতের একাধিক মিডিয়া সংস্থায় ‘ফরেন ইনভেস্টমেন্ট’ বা বিদেশি লগ্নি বিলম্বিত করেন চিদাম্বরম। পরে আইএনএক্স মিডিয়া কাে  তদন্ত শুরু হলে উঠতে থাকে সাবেক অর্থমন্ত্রীর নাম। সংসদে চিদাম্বরমের পদত্যাগ দাবি করেন তৎকালীন বিরোধী দলের সদস্যরা। তবে গোটা বিষয়টিকে কংগ্রেস নেতৃত্ব দেখছেন রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে। এ নিয়ে রাহুল গান্ধী বেশ কয়েকটি টুইটও করেছেন।

সর্বশেষ খবর