মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

সংক্ষেপে

ফিলিপাইনে বিমান বিধ্বস্ত নিহত ৯

ফিলিপাইনের একটি রিসোর্টে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিউজিল্যান্ডের এক দম্পতিসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। দেশটির সিভিল এভিয়েশন বিভাগ জানায়, রবিবার বিকাল ৩টায় ফিলিপাইনের লেগুনা অঞ্চলের কালাম্বা শহরের একটি রিসোর্টে বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্তের পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। পরে পুরো রিসোর্টে তা ছড়িয়ে পড়ে। বিমানটিতে মোট আট জন আরোহী ছিলেন। আরোহীদের পাশাপাশি রিসোর্টের একজন নিহত হন।

 

ভারতে গণপিটুনির শিকার অন্তঃসত্ত্বা

ভারতের দিল্লিতে এবার ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হলেন এক অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী। গত ২৭ আগস্ট দক্ষিণ দিল্লির তুঘলকাবাদের বাসিন্দা ৪ মাসের ওই অন্তঃসত্ত্বা নারীকে মারধর করা হয়। তবে রবিবার ঘটনাটি প্রকাশ্যে আসে। গণপিটুনির শিকার ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় এখন পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। গত কয়েক সপ্তাহে গুজবের  জেরে শুধু উত্তর প্রদেশে বেশ কয়েকজন আহত হয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর