শনিবার, ২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

যে কারণে আগুন লেগেছিল পাকিস্তানের সেই ট্রেনে

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের দক্ষিণে রহিম ইয়ার খান জেলায় বৃহস্পতিবার ট্রেনে আগুন লাগার ঘটনায় অন্তত ৭৩ ব্যক্তি নিহত এবং বেশ কয়েকজন আহত হন। করাচি থেকে রাওয়ালপিন্ডিগামী ট্রেনটির তিনটি বগি মুহূর্তেই আগুনে পুড়ে যায়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ট্রেনের মধ্যে চুলা জ্বালিয়ে সকালের নাস্তা তৈরি করছিলেন কিছু যাত্রী। এ সময় তাদের দুটি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। পাকিস্তানে লম্বা পথের ট্রেনযাত্রীদের মধ্যে নিজেরাই চুলা জ্বালিয়ে রান্না করার প্রবণতা রয়েছে। তবে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্যাপার এবং নিষিদ্ধ। আগুন লাগা ট্রেনটির যাত্রীদের মধ্যে অনেক তাবলিগ জামাতের লোক ছিলেন। তারা লাহোরে একটি ধর্মীয় সমাবেশে যাচ্ছিলেন। হতাহতদের মধ্যে তাদের অনেকে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার পর চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে কিছু যাত্রী প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। নিহতদের বিস্তারিত পরিচয় এখনো জানা না গেলেও তাদের অধিকাংশই সিন্ধু প্রদেশের বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ খবর