শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ শুরু করল ইরান

ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ শুরু করল ইরান

‘ফোরদু’ পরমাণু স্থাপনায় আনুষ্ঠানিকভাবে আবার ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ শুরু করেছে ইরান। গতকাল দিনের শুরুতে সেন্ট্রিফিউজের মধ্যে গ্যাস ঢুকানোর মধ্য দিয়ে এ তৎপরতা শুরু হয় বলে দেশটির আণবিক শক্তি সংস্থা জানিয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, প্রেসিডেন্ট হাসান রুহানির নির্দেশে এই ধাপে কৌম শহরের নিকটবর্তী পাতালে অবস্থিত ফোরদু প্লান্টে ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড যোগ করা হবে। জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা আইএইএ’র পরিদর্শকদের উপস্থিতিতে ফোরদু স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে ইরানের আণবিক শক্তি সংস্থা। মঙ্গলবার এক টেলিভিশন ভাষণে ইরানের প্রেসিডেন্ট রুহানি এ ঘোষণা দেন।

সর্বশেষ খবর