শনিবার, ৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ে আরেক ধনকুবের ব্লুমবার্গ

ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ে আরেক ধনকুবের ব্লুমবার্গ

মাইকেল ব্লুমবার্গ

ফোর্বস ম্যাগাজিনের তথ্য মতে চলতি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মোট সম্পত্তির পরিমাণ প্রায় সাড়ে তিন বিলিয়ন ডলার। আর নিউইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গের সম্পত্তির পরিমাণ প্রায় ৫৩ বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে  ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এই ধনকুবের। তিনি বলছেন, আগামী বছরের নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের পক্ষে যারা প্রার্থী হওয়ার আবেদন করেছেন তাদের কেউই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘লড়াইয়ে জেতার মতো যথেষ্ট শক্ত প্রতিদ্বন্দ্বী নন’। এই উদ্বেগ থেকেই তিনি ভোটের লড়াইয়ে নামার কথা বিশেষভাবে ভাবছেন। এ সপ্তাহে আলাবামায় প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারেন বলেও জানা গেছে। বিবিসি জানায়, এখন পর্যন্ত মোট ১৭ জন প্রার্থী ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন। তাদের মধ্যে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, ম্যাসাচুসেটসের সিনেটর এলিজাবেথ ওয়ারেন ও ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স সম্ভাব্য  ডেমোক্র্যাটিক প্রার্থী হওয়ার লড়াইয়ে এগিয়ে আছেন।

কে এই ব্লুমবার্গ : ওয়াল স্ট্রিটের এক সময়ের ব্যাংকার ব্লুমবার্গ পরে নিজের নামে মিডিয়া সাম্রাজ্য গড়ে তোলেন। এখন তার সম্পদের পরিমাণ ধনকুবের প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে অনেক গুণ বেশি। ডেমোক্র্যাটিক দলের সদস্য হিসেবে রাজনৈতিক জীবন শুরু করলেও ২০০১ সালে রিপাবলিকান প্রার্থী হিসেবে নিউইয়র্কের মেয়র পদে নির্বাচনী প্রচার শুরু করেন এবং ভোটে জেতেন। তিনি টানা ২০১৩ সাল পর্যন্ত নিউইয়র্কের মেয়র ছিলেন। তবে গত বছর তিনি আবার ডেমোক্র্যাটিক দলে যোগ দিয়েছেন।

সর্বশেষ খবর