শনিবার, ৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
অ ন্য খ ব র

আর পশমের পোশাক পরবেন না ব্রিটিশ রানী

আর পশমের পোশাক পরবেন না ব্রিটিশ রানী

ব্রিটেনের রানী বলে কথা। এক সময় প্রায় গোটা বিশ্ব শাসন করতেন তিনি। সুতরাং তার পোশাক-আশাকে আভিজাত্য থাকবে এটাই স্বাভাবিক। রানী এলিজাবেথের পোশাকে পশুর লোম বা ‘ফার’ এর ব্যবহার এতদিন ভালোভাবেই ছিল। কিন্তু সেই উপাদানের পোশাক আর তিনি ব্যবহার করবেন না। হোক দুধ সাদা টুপি কিংবা হাল্কা বাদামি ওভারকোট। বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, রানীর নতুন কোনো পোশাকে আর ফার ব্যবহার করা হবে না। শীতের পোশাকে প্রয়োজনে ব্যবহার করা হবে নকল ফার। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘তবে রাজকীয় অনুষ্ঠানে রানী পশমের তৈরি পোশাক পরবেন। বিশেষ করে রাষ্ট্রীয় অনুষ্ঠানের জন্য যে পোশাকগুলো বিশেষভাবে পশমের  তৈরি সেগুলোই শুধু পরবেন রানী।’ রানীর এ সিদ্ধান্তে খুশি বিভিন্ন পশুপ্রেমী সংগঠন।

সর্বশেষ খবর