বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

আসামে বিদেশি সাংবাদিক নিষিদ্ধ

ভারতের আসাম রাজ্যে বিদেশি সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে দিল্লি। রাজ্যটির নাগরিকপঞ্জি নিয়ে যেন বাইরের কোনো দেশ আর সংবাদ প্রকাশ করতে না পারে সে জন্যই মূলত এ সিদ্ধান্ত চাপিয়ে দিল কেন্দ্রীয় সরকার। বিষয় নিয়ে দেশটির সাংবাদিকদের মধ্যেই অসন্তোষ দেখা দিয়েছে। অনেকে বলছে এটি তথ্য অধিকার আইনের বিরোধী। বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রশ্ন করেছিলেন গুয়াহাটির একজন সাংবাদিক। জবাবে মন্ত্রণালয় জানিয়েছে, আসাম সফরের ভিসার জন্য আবেদন করা সাত বিদেশি সাংবাদিকের আবেদন এখন সরকারের একটি ‘সংশ্লিষ্ট’ বিভাগ পরীক্ষা করে দেখছে। সাংবাদিকদের জাতীয়তা সম্পর্কে জানতে চাওয়া হলে মন্ত্রণালয় জানিয়েছে, এ বিষয়ে তথ্য ‘পাওয়া যায়নি’।

সর্বশেষ খবর