শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বশিরের দল বিলুপ্তে আইন সুদানে

সুদানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল বশিরের দল ন্যাশনাল কংগ্রেস পার্টিকে (এনসিপি) বিলুপ্তে আইন করেছে সুদানের অন্তর্বর্তী কাউন্সিল। সামরিক ও বেসামরিক সদস্যদের নিয়ে গঠিত এ কাউন্সিল বৃহস্পতিবার নারীদের পোশাক ও চলাচলের স্বাধীনতা খর্বকারী একটি বৈষম্যমূলক আইনও বাতিল করেছে বলে জানিয়েছে বিবিসি। ১৯৮৯ সালে এক সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখল করা বশির তিন দশক ধরে উত্তর-পূর্ব আফ্রিকার এ দেশটি শাসন করে আসছিলেন। গণ-আন্দোলনের মুখে চলতি বছরের এপ্রিলে তিনি ক্ষমতাচ্যুত হন। বশিরকে উৎখাতের পর থেকেই তার দলের বিলুপ্তি ও নারীদের ওপর বিধিনিষেধ আরোপকারী আইনটি বাতিলের দাবিতে আন্দোলনকারীরা সোচ্চার ছিলেন। অন্তর্বর্তী কাউন্সিল এনসিপির সম্পদ জব্দে একটি কমিটি করা হবে বলেও জানিয়েছে।

সর্বশেষ খবর